রোববার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবের আয়োজনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ইতিহাসবিদ সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য মীর্জা সেলিম রেজা, রেজাউল হক বাবু, মোস্তফা মোঘল, মো: আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মামুন উর রশীদ, প্রতীক ওমর, সুমন সরদার, ডাঃ মিজানুর রহমান , ফেরদৌসুর রহমান, শামীম আহমেদ, মতিউর রহমান , শাহজাহান আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানীর জীবন আদর্শ আজ বড়ই প্রয়োজন। জুলাইয়ে ছাত্র-জনতার গনঅভ্যুত্থ্যানের পর অরর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র দেশ-বিদেশ থেকে করা হচ্ছে। সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেশকে এগিয়ে নিতে হবে। বক্তারা বলেন, ভারতীয় আধিপশ্যবাদের হাত থেকে দেশ রক্ষার জন্য ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শপথ নিতে হবে। আজীবন ভাসানী ত্যাগের রাজনীতি করেছেন। কখনও তিনি ভোগে বিশ^াসী ছিলেন না । তাই তার আদর্শ অনুসরন করতে হবে।