সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী সারিয়াকান্দি উপজেলার শাখার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। রুকন সম্মেলন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন। উপজেলা জামায়াতে আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মু. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতে আমীর আব্দুল হক সরকার, বগুড়া জেলা কর্ম পরিষদ সদস্য মাও: মোজাহিদুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল মজিদ,আব্দুল হালিম বেগ,অধ্যাপক মু. জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দুই বৎসরের জন্য নবনির্বাচিত উপজেলা জামায়াতে আমীর ইকবাল হোসেন সহ কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।