বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়ন বগুড়া জেলা শাখা ও সদর উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ নভেম্বর’২০২৪ শনিবার সকাল ১০টায় সদরের নারুলীতে উত্তরণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদা পারভীন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের সকল দাবি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। শিক্ষকরা আজ অবহেলিত, তাদের সামাজিক মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে সেব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ক্দ্রেীয় মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা। তিনি বলেন, শিক্ষকদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে আদায়ের লক্ষ্যে সকল শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মুনজুরুল মোস্তফা মুন্না ও অত্র বিদ্যালয়ে সিনিয়য শিক্ষক উম্মে কুলছুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড বিএনপি সভাপতি রোস্তম আলী, বগুড়া শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, সাদেক মোঃ আজিজ লাবলু, আব্দুল আল মুতি (মামুন), মাহিনুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম, আমিনুর রহমান, বুলু মিয়া, বিএম ওবায়দুর রহমান বেণু, আব্দুস সবুর, মুকুল মিয়া, আব্দুল হান্নান প্রমুখ। সভাশেষে কণ্ঠভোটে আজমলকে সভাপতি, আব্দুল ওয়াহাবকে সাধারণ সম্পাদক ও হাফিজার রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা শাখার ৩য় শ্রেণি কর্মচারী ইউনিয়ন কমিটির গঠন করা হয়।