বগুড়া লেখক চক্রের ৯৪৬তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আসরটি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে স্বরচিত লেখা পাঠ করেন সহ সভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, কবি সিকতা কাজল, কবি মাহাবুব টুটুল, কবি সাহানা আক্তার, কবি পারভীন নাহার, কবি অনন্য রাসেল, পবিত্র প্রামাণিক, কবি মাহমুদ কাওছার, সুমন মোহন্ত, নুসরাত জাহান, কবি শাহাদত হোসেন ও কবি শাকিবুল শাকিল। আসরটি পরিচালনা করেন আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান। পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে কবি জুয়েল মাজহার এর ‘কবিতাসংগ্রহ’ থেকে কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল। মুক্ত আলোচনায় সবাই স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।