পলাশবাড়ী (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের অন্তর্গত হাজীরঘাট নামক স্থানে করতোয়া নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিন তথ্যানুসন্ধানে গিয়ে জানা যায়, চতরা-ঘোড়াঘাট সড়কের হাসানখোর গ্রামের মধ্য দিয়ে বহমান করতোয়া নদীর উপর দিয়ে দৈনিক হাজার হাজার পথচারী, রিক্সা-ভ্যান, মোটর সাইকেল ও বাই সাইকেলসহ অসংখ্য মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে থাকে। সেখানে নদী পাড়াপাড়ের একমাত্র মাধ্যম হলো ডিঙ্গি নৌকা। এলাকার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ও বর্তমান ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, এই পথ দিয়ে নদী পাড়াপাড় হয়ে রচরম দুর্ভোগের মধ্য দিয়ে কাশিয়াবাড়ী অঞ্চলের উৎপাদিত ধান-চাল, গম, ভূট্টা, শাক-সবজি এবং তরিতরকারীসহ যাবতীয় ফসল পার্শ্ববর্তি দিনাজপুরের ঘোড়াঘাট, রানীগঞ্জ, স্থলবন্দর হিলিসহ দিনাজপুর জেলায় রপ্তানী হয়ে থাকে। দুর্ভাগ্যজনক হলেও সত্য বহু মন্ত্রী-এমপির আশ্বাস দিলেও দীর্ঘদিনেও করতোয়া নদীর উপর সেতু নির্মাণ হয়নি। তাই অসহনীয় অবস্থায় এখানকার উৎপাদিত ফসল ২০ কিলোমিটার ঘুড়ে উল্লেখিত স্থানে পাঠাতে হয়। অবস্থা দৃষ্টে মনে হয় দেখেও যেন দেখার কেউ নেই? তাই এলাকাবাসী উল্লেখিত হাজীর ঘাটে করতোয়া নদীর উপর ব্রীজ নির্মাণের জোর দাবী জানিয়েছেন।