বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বগুড়া পৌরসভার বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতাল চিকিৎসাধীন অবস্থা আজ বেলা ১১ টার দিকে মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বাদ এশা জানাযা শেষে নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপি, শহর বিএনপি, বগুড়া জেলা যুবদল, শহর যুবদল