সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:সারিয়াকান্দিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন,বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, বগুড়া জেলা ব্র্যাকের সমন্বয়ক বাবলী সুরাইয়া,মাঠ সমন্বয়কারী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক রেদওয়ানুজ্জামান চৌধুরী,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ,সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে কর্মশালায় সার্বিক বিষয়ের উপরে আলোচনা করেন স্পেশালিষ্ট ক্যাপাসিটি বিল্ডিং ডিআরএমপি ঢাকা তুষার চক্রবর্তী। এদিকে এছাড়াও মঙ্গলবার নারচী ইউনিয়নে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।