মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে বকের মোড়ে ব্যস্ত সড়ক দখল করে বসেছে ধানের হাট। বুধবার এ হাট বসায় বকের মোড় ও এর আশেপাশের এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়। ধান ব্যবসায়ীরা বলেন, এ হাটটি আগে উপজেলা গেটের পশ্চিম পাশের্^ বসত। ওই স্থানটি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় এখন এ হাটটি বকের মোড় চৌরাস্তার ব্যস্ত সড়কে বসছে। এতে জন দুর্ভোগ চরম হয়ে উঠেছে। এ হাটটি থেকে প্রতি বছর কোটি টাকার উপরে রাজস্ব আদায় হলেও দীর্ঘ দিনেও হাটের জন্য নিজস্ব একটি জায়গার ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। বিপুল পরিমান রাজস্ব আদায় হলেও হাটের উন্নয়ন না হওয়ার জন্য বিগত সরকারের প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এই সড়ক দিয়ে নিয়ামতপুর ও পোরশা উপজেলার বাসিন্দাদের জেলা শহরে যাতায়াত করতে হয়। এ সড়কের পাশেই অবস্থিত মহাদেবপুর উপজেলা পরিষদ কার্যালয়। শহরের কুঞ্জবন এলাকায় আত্রাই নদীর ওপর নতুন সেতু হওয়ার পর সড়কটি প্রশস্ত করা হয়েছে। তবে হাট বসায় এ সড়কের সুফল পাচ্ছেন না এলাকাবাসী। গতকাল বুধবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ধান কিনে রাস্তার ওপরই স্তূপ করে রাখা হয়েছে। সড়কের মাঝখানেই ট্রাক, ভুটভূটি, অটোরিক্সা দাঁড় করিয়ে ধান কেনাবেচা চলছে। এতে বকের মোড় থেকে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অন্য রাস্তাগুলোতে উন্নয়ন কাজ চলায় এ সড়কে চাপ বেড়েছে। ওই সড়কগুলো খুলে দিলেই হাটের কারণে সৃষ্ট যানজট কমে যাবে।