নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ১৩ই নভেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৩টায় নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের তেঘরী মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসাণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত কৃষক মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, আরডিএডিএফ রাজশাহী মনিটরিং অফিসার নাইম হাসান, মনিটরিং অফিসার অনিক মেহফুজ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রচার-প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমীন রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম, নাজমুল হক, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সোহেল রানা প্রমুখ।
বক্তারা উক্ত মাঠ দিবসে স্বল্প সময়ে উৎপাদিত ব্রি ধান-৭৫, ব্রি ধান-৯০, বিনা ধান-১৭ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন।
পরে বিনা চাষে/রিলে ফসল হিসেবে রোপা আমনের সাথে সরিষা চাষের জন্য কৃষক উদ্ধুদ্ধকরণ করা হয় এবং ধানী জমিতে সরিষা ছিটিয়ে দেওয়া হয়।