গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বুধবার বগুড়ার গাবতলী দূর্গাহাটা লালখাপাড়া মেলা কমিটির আয়োজনে ৭৩তম ঐতিহাসিক কাতির মেলা
উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর একাব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুর মোর্শেদ।
সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মহিদুল হাসান নজের ও তোতা জায়দার। বরেন্য অতিথি ছিলেন সমাজসেবক মহিদুল হাসান স্বপন, ফজলুল বারী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুর রহমান সাঞ্জু ও শহিদুল ইসলাম শহীদ। এ কাতির মেলায় লাঠি খেলা, পাতা খেলা, নগর দোলা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি নতুন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।