নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল‘র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা বিএডিসি (বীজ) অফিসের সিনিয়র সহকারী পরিচালক (বীবি) আতিকুর রহমান, নওগাঁ বিএডিসি (সার) সহকারী পরিচালক আবু রায়হান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমূখ। উক্ত সভায় জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার ও বীজ মনিটরিং বিষয়ে আলোচনা করা হয়।