বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে বিএনপি’র আওয়ামী বিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আওয়ামীলীগের পক্ষ থেকে ১০ নভেম্বর এক কর্মসূচি ঘোষনা করলে সারাদেশ উত্তাল হয়ে ওঠে। এরই অংশ হিসেবে আওয়ামীলীগের যেকোনো কর্মসুচিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখেন। ১০ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, সম্পাদক এস. এম তরিকুল ইসলাম হালিম, শ্রমিক দলের সভাপতি মার্শাল, ইউপি সদস্য মাহিন প্রমুখ। এরকম বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মীরাও পৃথকভাবে পালন করেছে। তবে আওয়ামীলীগের কোন নেতাকর্মীদের কোথাও দেখতে পাওয়া যায়নি।