গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ সোমবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়নে স্থানীয় ঈদগড় মাঠে তরফ ভাইখা গ্রামবাসীর উদ্যোগে
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও নুসরাত জাহান বন্যা।
সমাজসেবক আলী মোস্তাফিজার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার এসআই শরিফুল ইসলাম, গাবতলী সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাদল, পদ্মপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন।
আরো বক্তব্য রাখেন এলাকাবাসী ও গণ্যমান্যদের মধ্যে মোকসেদ আলী, মোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম, হারুনুর রশিদ হারুন, গোলজার রহমান, আজিজার রহমান, তরফ ভাইকা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আতোয়ার হোসেন গনি, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুব বিষয়ক সম্পাদক আতিক হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তরফ ভাইকা সমাজকল্যাণ পরিষদের ধর্মীয় সম্পাদক ও তরুণ সমাজসেবক আব্দুল ওয়াজেদ। শেষে বিজয়ী খুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও নুসরাত জাহান বর্ণনা। এরপর মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।