স্বৈরাচারীরা আবার যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ ফিরে পাবে।সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট ও হাসপাতালে ড্যাবের উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত রোগীদের বেডে বেডে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।মঈন খান বলেন, বিগত স্বৈরাচারী সরকার বন্দুকের পদাবনতিতে কিভাবে ১৮ কোটি মানুষকে বন্দি করে রেখেছিল। কোনো অত্যাচারী কখনোই অন্যায়ভাবে টিকে থাকে পারে না। সেটাই প্রমাণিত হয়েছে জুলাই ও আগস্টে। তিনি বলেন, আওয়ামী লীগ যেন আর মুখোশ পরে এই সরকারকে জিম্মি করতে না পারে, গণতন্ত্র রক্ষায় সেদিকে সতর্ক থাকতে হবে। দ্রুত নির্বাচিত নেতৃত্বের হাতে দেশ পরিচালনার ভার দিতে হবে। বিএনপির শীর্ষ নেতা বলেন, ছাত্র-জনতা আত্মত্যাগের যে দৃষ্টান্ত রেখেছেন তা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, একটি ভালো নির্বাচন করতে বেশি সময় লাগে না। আন্দোলনের শেষ ধাপ হবে জনগণের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করা। সংগ্রাম এখনো অব্যাহত আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে বিএনপি।মঈন খান বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করেনি, পঙ্গুও করে দিয়েছে। আবার যেন স্বৈরাচারীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চিকিৎসা সেবাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন, যেন চিকিৎসার জন্য দেশ থেকে উন্নত দেশে চিকিৎসা নিতে না যায় মানুষ। শুধু সেবা দেয়া নয়, পাশাপাশি মানুষের মনের আস্থা অর্জন করতে হবে আপনাদের। এ সময় অন্যানের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি হারুনুর রশীদ, মহাসচিব মো: আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।