কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাটে অভিযান চালিয়ে অধিক মূল্যে আলু বীজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান। জানা গেছে, শনিবার রাতে উপজেলার মোলামগাড়ী হাটে অভিযানে বিএডিসি ও এসি আই সীডসের আলুবীজ অধিক দামে বিক্রি করায় নওফেল ট্রেডার্সের স্বত্বাধিকারী নওফেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তারা যে টাকা কৃষকের নিকট থেকে অতিরিক্ত নিয়েছিল সেটা ফেরত দেয়ানো হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখার অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের মূল উদ্দেশ্য এলাকার কৃষকরা যেন সঠিক দামে বীজ কিনতে পারেন। তবে যে সমস্ত কৃষক টাকা আগেই দিয়েছেন তারা অতিরিক্ত টাকা ফেরত পান সেটি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।