দেশের স্বাধীনতাকে সুরক্ষিত করতে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার এদেশে রাজনীতি ও নির্বাচন করার সুযোগ দেবে কিনা তা দেশের জনগণই ঠিক করবে।’ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেল ৪টার দিকে সিলেট মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এছাড়া সমাবেশে বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে জাতিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। আবার ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন।’ তিনি বলেন, ‘আরেক দেশের আশ্রয়ে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এদেশের জনগণ যেভাবে ফ্যাসিবাদ তাড়িয়ে দিয়েছে আবার কোনো ষড়যন্ত্র হলে সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে।’ খন্দকার আবদুল মুক্তাদির দেশের স্বাধীনতা রক্ষায় জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামীতে জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান।’ সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট থেকে জিয়াউর রহমানের ১৯ দফা ছড়িয়ে দিতে হবে। তিনি পতিত সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের আভাস দিয়ে বলেন, ‘ঐক্য ও সংহতির মাধ্যমে ৭ নভেম্বরের মতো সব দেশদ্রোহী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’ সমাবেশ শেষে রেজিষ্টারি মাঠ থেকে এক বিরাট র্যালি শুরু হয়ে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয়।