গাবতলী বগুড়া উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গাবতলীতে কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২০২৫ বছরের রবি মৌসুমে, গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মুগ ডাল, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে
৭ নভেম্বর২৪ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নুসরাত জাহান বন্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, পূজা দেবী, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হক, উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ। উপজেলার ১২ ইউনিয়নে ৩হাজার ৯শত ৬০জন কৃষককে বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।