শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বাদ আসর নয়মাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার এর আয়োজনে এ দোয়া মোনাজাতে অংশনেন আলহাজ্ব আবুল খায়ের,আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক মহসিন আলী,সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল মেম্বার,বিএনপি নেতা শফিকুল ইসলাম,আব্দুল বাছেদ রঞ্জু,তোরাব হোসেন, সাবেক মেম্বার বিএনপির নেতা হায়দার আলি,বিএনপি নেতা সিরাজুল হক,আল আমিন,গাফফার হোসেন,সাইদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ও মুসল্লীবৃন্দ। দোয়া মোনাজাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মাও রফিকুল ইসলাম।