মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (০৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে টুইট করেন তিনি। টুইট বার্তায় তারেক রহমান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চাই আমরা। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রে বলিষ্ঠ গণতান্ত্রিক ধারাকে ফুটিয়ে তোলে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণও তাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। একইসঙ্গে তারা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতায় দৃঢ় অভিন্ন প্রতিশ্রুতির প্রতি মুখিয়ে আছে।