পাবনা প্রতিনিধি: পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও শহীদ এম মনসুর আলী কলেজের মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ ঐতিহ্যগতভাবে মাস্তান, গুন্ডা ও বেয়াদপ টাইপের সংগঠন। তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। এটি সময়ের দাবি ছিল। আর কোনো সংগঠনতো ওইভাবে নিষিদ্ধ হয়নি। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ।’ সভায় বক্তারা বলেন, ‘আমরা সবাইকে জানাতে এসেছি দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাচ্ছি তারা কি ধরণের ছাত্র রাজনীতি চায়। সমাজের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নের রাজনীতি আমাদের দরকার। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অন্যান্য নেতাকর্মী।