গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বুধবার বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে বিদেশে সুচিকিৎসার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার নিকট আবেদন জানিয়ে এবং বিগত ২০১৩ সালের ২১শে ডিসেম্বরে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা’র গেটে বাধা প্রদান করে গোলাপি সেই পুলিশ কর্মকর্তাকে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী চারমাথা সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বালিয়ারদিঘী ইউনিয়নের সর্বসাধারণ জনগণের আয়োজনে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌরাত হোসেন পাইলট।
মানববন্ধন কর্মসূচি অংশ নেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন উজ্জ্বল, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে রফিকুল ইসলাম, বিএনপি নেতা চাঁন মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, আবু বক্কর, যুবদল নেতা লিটন সরকার, বেলাল হোসেন, শাফিনুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিবন মিয়া, সদস্য সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নোমান বাবু, সদস্য সচিব রাব্বি হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।