অসাম্প্রদায়িক ভাবধারার সুফি সাধক বাউল স¤্রাট লালন সাঁইর স্মরণে বগুড়া চর্চা সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে চর্চা সাংস্কৃতিক একাডেমীর সভাপতি আঁখিজা খানম এর সভাপতিত্বে ও পরিচালক আব্দুল আউয়ালের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে সংগঠনের শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দুই নভেম্বর রাতে অনুষ্ঠিত লাল সন্ধ্যার শিরোনাম ছিলো আল্লাহ বল মনরে পাখি।
সংগঠনের পরিচালক আব্দুল আউয়াল জানান, শিশুদের নিয়ে আয়োজন করা হয়। শিশুরা লালনের জনপ্রিয় সঙ্গীত পরিবেশেন করেন। দর্শক শ্রুতা ছিলো। তারা উপভোগ করেছেন অনুষ্ঠান।