কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক। জানা যায়,হাসিনা সরকার পতনের পরেই গাঁ ডাকা দেয় নৌকা সমর্থিত ইউপি চেয়ারম্যান এনামুল হক। এতে করে ইউনিয়নে জরুরী নাগরিক সেবা ব্যাহত হয়।এনিয়ে দশজন ইউপি সদস্য কুড়িগ্রাম জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক গত ২সেপ্টেম্বর থেকে অদ্যবদি কার্যালয়ে অনুপস্থিত থাকার কথা উল্লেখ করেন। ফলে উক্ত ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম ও জন দূর্ভোগ সৃষ্টি বিষয়টি তদন্তে প্রতিয়মান হয়। এছাড়া উক্ত ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পদে ২জন দাবিদা থাকার কথা বলেন তদন্ত কমিটি । ফলে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অধিকতর সংশোধন কল্পে প্রণীত আইনের পরিপত্রের নির্দেশনার আলোকে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্বাক্ষরিত পত্রে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হককে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক সাংবাদিকদের বলেন,জনগনের সেবা নিশ্চিত করনে গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।