মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ী ঘরে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার নওগাঁ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সুলতানপুর গ্রামের আবু রায়হানের স্ত্রী মোছা: মার্জিয়া খানম বাদী হয়ে নজরুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের সাথে একই গ্রামের রায়হান আলীদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার নজরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা রায়হানদের বাড়ীতে হামলা চালায়। এ হামলায় রায়হান, শাহিন, সেকেন্দার, এবাদত ও জিন্নাসহ বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীরা এ সময় নারীদের শ্লীলতাহানী ঘটায় বলেও মামলায় অভিযোগ করা হয়। আহতদেরকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা বাড়ী ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।