নওগাঁ পোরশা উপজেলা প্রতিনিধি। নওগার পোরসায় সারাইগাছী আড়ড়া রোড়ে একটি সড়ক দুর্ঘটনা হয়। আজ২/১১/২৪ইং রোজ শনিবার দুপুর১.৩০মিনিটে একটি ইট বোঝাই টলি সারাইগাছী থেকে ছেড়ে আড়ড়া রোড়ে য়াওয়ার সময় পেট্রল পাম্পে তৈল নেওয়ার জন্য ঘুরালে বিপরীত দিক থেকে একটি মটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে টলির সাথে লেগে মারাত্মক জখম হয়। এলাকাবাসীর তথ্য মতে জানা যায় মটর সাইকেল আরোহী নাম মোঃ হাবিবুল্লাহ, পিতা মৃত আলহাজ্ব মোঃ ছয়ফদদিন, গ্রাম বারিন্দা। তৎক্ষণাৎ মটর সাইকেল আরোহীকে পাশের একটি কিলিনিকে নিয়ে য়াওয়া হয়। উক্ত কিলিনিকের ড়াঃ রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করাতে বলে। প্রতিবেদন লেখা পর্যন্ত রোগীকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এবং উক্ত টলি স্থানীয় জনগণের হেফাজতে রাখা হয়েছে।এ বিষয়ে পোরসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কোনো নিউজ আমরা পাইনি।