মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে নওগাঁর মহাদেবপুরসহ বিভিন্ন উপজেলার বাজারে স্বস্তি ফিরে এসেছে। টাস্কফোর্স গঠনের পর থেকে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছেন এ টাস্কফোর্সের সদস্যরা। গতকাল শনিবার বিভিন্ন বাজারে খোজ নিয়ে জানা গেছে শাক-সবজিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমেছে। এক সপ্তাহ আগে যে বেগুন বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি, শনিবার সে বেগুনের দাম কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। একইভাবে কাঁচা মরিচ, পটল, লাউ, পালং শাক, মুলাসহ বিভিন্ন সবজির দামও কমেছে। ৩০০ টাকা কেজির কাঁচা মরিচ নেমেছে ১৬০ টাকা। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। এ ব্যাপারে টাস্কফোর্সের সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রুবেল আহম্মেদ বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।