গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে ০২ নভেম্বর শনিবার বগুড়ার গাবতলী উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি আশিক ইকবাল । উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাইম হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, অধ্যক্ষ রেজাউল বারী, প্যালেন চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা আকতার, প্রভাষক আবু তাহের, সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আওলিয়া পারভীন ও আ: ছালেক, অফিস সহকারী রানা বাবু, সমবায়ী হামিদুল হক শিলু, সাহিন সুলতানা সীমা, গোবিন্দ সরকার, আখি আক্তার, টোটন সরকার প্রমুখ। সভা শেষে বিভিন্ন সমবায়ী ও সমিতির প্রধানদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।