নওগাঁ প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুঃ জাবেদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ কুতুব উদ্দিন, নওগাঁ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেট শফিকুল ইসলাম প্রমূখ সহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী, উদ্যোক্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ৮জনকে ৪লাখ টাকার চেক প্রদান করা হয় এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথি যুব ভবন মাঠে বৃক্ষ রোপন করেন।