গাবতলী বগুড়া প্রতিনিধি : বুধবার বগুড়ার গাবতলী মহিলা কলেজের ৪তলা (চতুর্থ) বিশিষ্ট ভবন নির্মাণের জন্য কলেজের স্থান পরিদর্শন করেছেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও সাবেক এমপি লালু শিক্ষার মান উন্নয়ন এবং কলেজের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম। অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, সদস্য শাহিদুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুইজন প্রকৌশলী এবং ঠিকাদার মোহাম্মদ লিয়াকত আলীসহ কলেজের শিক্ষকবৃন্দ প্রমূখ।