গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বুধবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউপির নবাগত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সঙ্গে স্থানীয় ইউপি সদস্যদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর পূর্বে বালিয়াদিঘী ইউপির নবাগত প্রশাসক নুসরাত জাহান বন্যা কে ইউনিয়ন পরিষদ, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও গ্রামপুলিশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
মতবিনিময় ও পরিচিতি সভায় অংশ নেন উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, ইউপি সচিব শামসুন্নাহার, ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুল লতিফ, আলতাফ হোসেন, সজিব মন্ডল, তবিবর রহমান, খোরশেদ আলম, তসলিম উদ্দিন, ববিতা খাতুন, রোকেয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আক্তার রুমা, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদুল, সহ সংগঠনিক সম্পাদক ইমান আলী, কৃষি বিষয়ক সম্পাদক বাবলু মন্ডল, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌরাদ হোসেন পাইলট, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুবদল নেতা আব্দুল হান্নান, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নোমান বাবু, সদস্য সচিব রাব্বি হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল হোসেন প্রমুখ।