নিরাপদ সড়ক চাই বগুড়ার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের ফাঁপোর ইউনিয়ন পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪’শ শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে অবগত করা হয়। একইসাথে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে তাদের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পেইনে ট্রাফিক আইন সম্পর্কে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ আলী, নিসচা বগুড়ার উপদেষ্টা রোটা: মোস্তাফিজার রহমান, নিসচা বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, সাংগঠনিক সম্পাদক আল আমিন, ইমরান তালুকদার নিপু, জাহিদুর রহমান, শহিদুল ইসলাম, আরমান হোসেন ডলার, লতিফুর রহমান, প্রমুখ। ক্যাম্পেইনে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে ছাত্রজনতার কাঙ্খিত বাংলাদেশ। শিক্ষার্থীদের আগামীর নেতৃত্ব দেয়ার জন্য গড়ে তুলতে হবে। পড়াশুনার পাশাপাশি সচেতন মানুষ হিসেবে নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এজন্য সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হয়। দেখে শুনে পথচলাসহ নিরাপদে চলাচল করার আহবান জানানো হয়। শেষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।