মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাসস্ট্যান্ড এলাকায় বেলা সাড়ে ১০টার দিকে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মহাদেবপুর উপজেলা যুবদল ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ রবিউল আলম বুলেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ জাহারুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদত হোসেন শান্ত, গোলাম ইয়াজদানি সাম্মী, কাজী সামছুজোহা মিলন। এ সময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। এ মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।