ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি কারাগারে পরিনত করেছিলেন, গুম-খুনের একটি দেশে পরিনত করেছিলেন, সেই বাংলাদেশে শেখ হাসিনার জায়গা হতে পারে না। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন দল করেন সেই দলের নেতারাই আপনাদের বিপদে ফেলে পালিয়ে যায়। আজকের যুব সমাজ স্বাধীনতা যুদ্ধ দেখেনি, কিন্তু তারা ২৪ এর যুদ্ধ দেখেছে। তিনি বলেন, সেই ৭১ এর যুদ্ধেও তারা পালিয়েছিল। শেখ মুজিব বাংলাদেশে ছিল না। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, এই দেশের মাটি আমার, আমার যদি মৃত্যুও হয় এই বাংলাদেশেই হবে। সমাবেশে রেজাউল করিম বাদশা আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয়। তিনি এদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোষররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন।
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা ও ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুল আহমেদ খান রুবেল, যুগ্ন সম্পাদক তাহাউদ্দিন নাইম, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট মোজাম্মেল হক, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা বেগম, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ ও বগুড়া জেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুঞ্জিল হক, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, ধুনট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, কামরুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, পৌর যুবদলের সভাপতি আবু তালহা শামীম, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন, শাহাদৎ হোসেন পিষ্টন, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব, রাকিবুল হাসান রকি সহ ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।