আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতিমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কর্মকার, মাহামুদুল আলম, শাজাহান আলম স্বপন, ফেরদৌস মাহামুদ, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবনেতা আমিনুল ইসলাম কুয়েল, বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান তুফান, সাদেক, নয়নসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।