স্টাফ রিপোর্টার : শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার সম্মেলন উথলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে প্রথমে সম্মেলন উদ্বোধন করেন উদ্বোধক বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জহুরুল ইসলামের ঠান্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। আরব বক্তব্য রাখেন গেষ্ট অব অনার কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন গেষ্ট অব অনার ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ মেহেদী হাসান, বিএনপি (কুমিল্লা বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের আহবায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সম্মেলন প্রস্তুত কমিটির মধ্যে তোফায়েল আহম্মেদ সাবু, আফসার আলী, শাহজাহান আলী, আব্দুস সালাম, জহুরুল ইসলাম, সাজু মিয়া, গাজীউল ইসলাম, দলিলুর রহমান দুলুসহ বিএনপি ও অঙ্গদল এবং কৃষকদল উপজেলা-পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।