স্টাফ রিপোর্টারঃ গত ২৪শে অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টায় বগুড়া থেকে প্রকাশিত প্রভাবশালী দৈনিক উত্তর কোণ এর অফিস সহকারী আবু হানিফ না-ফেরার দেশে চলে গেলেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে-এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে বিভিন্ন রোগ জনিত কারণে দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন। আবু হানিফ সত্য কারে সাদা মনের একজন মানুষ ছিলেন। হানিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক উত্তর কোণের প্রকাশক, বিএনপি’র চেয়ারপার্সনে’র উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। এছাড়াও শোক প্রকাশ করেছেন দৈনিক উত্তর কোণ পরিবারের সদস্য সাইফুল ইসলাম, রেজাউল করিম রেজা, শমশের নূর খোকন, পিয়াল হাসান, আজাহার আলী প্রমুখ। আবু হানিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার সকাল ৮টায় বগুড়ার উত্তর চলোপাড়া ভাড়া বাসা এলাকার জামে মসজিদ প্রাঙ্গনে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বগুড়া’র সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলার টাইর নিজের গ্রামে। নিজ গ্রামে বাদজুম্মা হানিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিতর। এরপর আপন মানুষদের নিরবে অশ্রুসিক্ত বিদায়ের মাধ্যদিয়ে পারিবারিক কবরস্থানে হানিফকে চিরনিদ্রায় শায়িত করা হয়।