ছাত্র-জনতার আলোলনে নিহত জিল্লুর রহমানের নামে বগুড়ার গাবতলীতে শহীদ জিল্লুর রহমান সড়কের উদ্বোধন করা হয়েছে। (২৪অক্টোবর বৃহস্পতিবার) বিকালে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে বড় গোড়দহ এলাকার এ সড়কের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। উদ্বোধন শেষে নিহত জিল্লুর রহমানের পরিবারের সাথে সাক্ষাত করেন। এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, গাবতলী পৌর সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলামসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৪আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ার সদা থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয় জিল্লুর রহমান।