গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার ২৩শে অক্টোম্বর২৪ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ্য রোগীদের দেখতে গিয়ে চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অসুস্থ্য ও চিকিৎসাধীন রয়েছেন যারা তারা হলেন শিশু মিনা আক্তার, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজার শিশু পুত্র, গাবতলীর বালিয়াদীঘি সুবাদ বাজার এলাকার রুবেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সূজা উদ্দিন সুজা, তার সহধর্মিনী জুমু আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, কর্তব্যরত চিকিৎসকগণসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।