1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
ঘূর্ণিঝড় ’দানা'র প্রভাবে পাবনায় বৃষ্টি, দূর্ভোগে মানুষ - Uttarkon
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিভিন্ন দাবিতে বগুড়া জেলা ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির মানববন্ধন দেশকে গড়ে তুলতে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই- নিলুফা ইয়াছমিন বগুড়ায় জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন যমুনা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে ছুটলো ট্রেন দুপচাঁচিয়ায় মদিনাতুল উলুম ক্বওমী মাদরাসাতে বৃক্ষরোপণ উলিপুরে দেড় বছরেও পুনঃনির্মাণ হয়নি ব্রিজ, ভোগান্তিতে ১০ গ্রামের ২০ হাজার মানুষ নওগাঁয় তারুন্যের উৎসবে ব্যাটমিন্টন প্রতিযোগিতা কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জায়গায় এখন উঠছে দোকানঘর মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করল চীন! সিএনজিচালক মিটারের বেশি ভাড়া নিলেই ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার

ঘূর্ণিঝড় ’দানা’র প্রভাবে পাবনায় বৃষ্টি, দূর্ভোগে মানুষ

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা দু’টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। এরপর বেলা সাড়ে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি। কখনও গুড়ি গুড়ি আবার কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। সাথে দমকা বাতাস রয়েছে। এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টিতে আটকে যান বিভিন্ন স্থানে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কেউবা ছাতা নিয়ে জরুরী কাজে বাড়ির বাইরে বের হয়েছেন। আকাশে বেশ মেঘ রয়েছে। ফলে অবিরাম বৃষ্টি চলছে। দিনমজুর, শ্রমিকরাও বিড়ম্বনায় পড়েছেন। বিকেল চারটার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, অনেক গৃহবধূ তার শিশুকে নিয়ে প্রাইভেট বা কোচিং এ যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন। রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ ভয়েস সেভেন নিউজকে বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরী হবে। এর মধ্যে মেয়েটার কোচিং হেয়ে যাবে। কিন্তু পথের মাঝে আটকে গেলাম।’ কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। তিনি ভয়েস সেভেন নিউজকে বললেন, ‘বৃষ্টি আসলে আর কি করার আছে। আমাদের ঝড়ই কি আর বৃষ্টিই বা কি। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন ভয়েস সেভেন নিউজকে বলেন, ’ঘূণিঝড় দানা’র প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এজন্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম আরো দুই থেকে তিনদিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’

নাজমুল হক আরো জানান, ’বুধবার পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃস্টির পরিমাপ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies