সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ টায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ’র সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগ চত্বরে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান। উক্ত বিতরনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মো. শামসুল হক, উপজেলা জামাত আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মো. মোশাররফ হোসেন ভূয়া প্রমুখ । এসময় অন্যান্নের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, মো. জহুরুল ইসলাম, ছাত্র সমন্নয়ক শেখ রিয়াদ,ফাহিম হোসেন সহ প্রনোদনা প্রাপ্ত কৃষকেরা। উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৯১০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়। অত্র উপজেলায় মোট ৯৪৬০০ জন কৃষককে রবি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১০০ জন গম, ভুট্টা ১২০ জন, পিয়াজ ২০ জন, চীনাবাদাম ১০ জন, মসুর ডাল ৪০ জন ও খেসারি ডাল ৫০ জন ও অরহড় ২০ জনকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। পর্যায়ক্রমে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।