বিশেষ প্রতিনিধিঃ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বগুড়া, এর উদ্যোগে “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ন” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও প্রদর্শনী রবিবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয় প্রাঙনে অনুষ্ঠিত হয়। বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মাসুম আলী বেগ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। এছাড়াও এনজিওর প্রতিনিধি রেজওয়ান আলী, মোজাহার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এনজিও সংস্হা আইডিইবি, বিইইসি(বিস), ও গাক এর সহযোগিতায় শহরে র্যালি শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে হাত ধোঁয়া সরাসরি দেখানো, শেখানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাঊল করিম শিক্ষার্থীদের উদ্যেশ্যে হাত ধোঁয়ার গুরূত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, আগামীর সুস্হ প্রজন্ম তৈরি করতে হলে হাত ধোয়ার বিষয়টা গুরুত্ব দিতে হবে। তিনি প্রদর্শনীতে সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেন। এতে উপস্হিত শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি বালিকা বিদ্যালয়ের আরিফা আক্তার সোহানা ও বগুড়া জিলা স্কুলের অর্পন রায় ইতিবাচক অভিব্যক্তি ব্যক্ত করেন।