স্টাফ রিপোর্টারঃ রবিবার সকাল ১০টায় বগুড়া’র টিএমএসএস ফাউন্ডেশনে নারী কক্ষ হল রুমে ভাষায় লিঙ্গীয় বৈষম্য নারীপক্ষে’র গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় নারী পক্ষে’র সিনিয়র নেতৃবৃন্দ-বিভিন্ন জেলা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেন।
নারীপক্ষে’র উল্লেখ্যযোগ্য স্লোগান, রক্ষা নয়-মুক্তি চাই, রাষ্ট্র এবং পরিবারে সমান হব অধিকারী, রাতের বেড়া ভাঙবো স্বাধীনভাবে চলবো, আমার ছেলে আমার মেয়ে কেড়ে নেবার তুমি কি? পুরুষের ক্ষমতা ভেঙ্গে হোক সমতা, শরীর আমার সিদ্ধান্ত আমার ইত্যাদি স্লোগান নিয়ে মতবিনিময় সভায় উঠে আসে। প্রশ্ন ব্যাখ্যা এবং ব্যাখ্যা প্রশ্ন নিয়েই ছিল মূল মতবিনিময় সভা। নারী পক্ষ’র নেতৃবৃন্দের কামরুন নাহার বলেন, ৪১বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আরছে এবং তিনি ২৫ বছর ধরে নারীপক্ষে’র সাথে জড়িয়ে আছেন।
নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্য নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল বৈষম্যর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। নারীপক্ষে’র স্লোগানের সাথে সবাই একত্বতা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি কোন বিরতি ছাড়াই চলে একটানা ৪ঘন্টা।