গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী কলাকোপা আজাদ মঞ্জিলে ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (প্রয়াস) এর প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার উজ জামান (বিপিএমএস. পিপিএম. এএফডাবলিওসি. পিএসসি) স্বপরিবারে পৌঁছলে তাদেরকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা সহ ফুলেল সংবর্ধনা জানান অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গ্রীন কলাকোপা এষ্টেট এর পরিচালক হারিছা জামান আরশি। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার ও বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, রড়নাতি সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ সহ পরিবারের সদস্য বৃন্দ।