অবৈধ দখলদার ইসরাইল কর্তৃক হামলায় হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়া এর শাহাদাত এবং নিরিহ ফিলিস্তিন ও লেবানরের জনগণের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় র্যালি ও সমাবেশ করা হয়েছে। ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বগুড়ার উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসাইন, সহ-সভাপতি আলহাজ্ব মীর সিদ্দিকুর রহমান, আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইরান (বাংলাদেশ শাখার) প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ এম এইচ কলেজের প্রভাষক মোঃ শাহিনুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অবৈধ দখলদার ইসরাইল ফিলিস্তিন ও লেবাননে হামলা চালিয়ে অসহায় নারী, শিশু, যুবক ও বৃদ্ধদের হত্যা করেছে। বিশ্ব মানবতাকে অবজ্ঞা করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে। যা স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ। আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। শেষে সমগ্র মুসলিম উম্মাাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডল।