স্বেচ্ছাসেবী সংগঠন প্রোগ্রাম ফর ইকো সোসাল ডেভলপমেন্ট পেসড এর স্বেচ্ছাসেবকদল শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য বগুড়ার বিভিন্ন পূজামন্ডপে দায়িত্ব পালন করে। সমাজসেবা কার্যালয়ের নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভেলপমেন্ট পেসড বগুড়া শহরের ৩ নং ওয়ার্ড়ের ৫টি শারদীয় দূর্গাপূজার মন্ডপগুলোতে এর দায়িত্ব পালন করে। মন্ডপগুলো দত্তবাড়ী উদয়ন সার্বজনীন পূজামন্ডপ্, আদি মেঘদূতক্লাব বেনীকুন্ড নেল কাটনারপাড়া দূর্গাপূজা মন্ডপ, দত্তবাড়ী যুবসংঘ সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ, দত্তবাড়ী দেব সেবা ট্রাস্টি বোর্ড সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ ও শিববাটি কাটনারপাড়া হরিজন কলোনি দূর্গাপূজা মন্ডপ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজায় নিরাপত্তার কোনো কমতি নেই ম-পগুলোতে। প্রতিটি ম-পে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টা অবস্থান, সেনাবাহিনী ও র্যাবের টহল এর পাশাপাশি পেসড এর স্বেচ্ছাসেবকদল সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সমানভাবে আনন্দ উপভোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সার্বজনীন উৎসবে পরিণত হোক এমন প্রত্যাশা করেন পেসড এর নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন।
স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মো: ফাইম মেজবাহ, সাজিদ হোসেন, সাওয়াদ আজবিদ আরিফুল ইসনাম আতিক, সাদিকুর ও পেসত এর সমন্বয়কারী রবিউল ইসলাম নিরব। সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন পেসড এর নির্বাহী পরিচালক মোছাঃ রোমমানা খাতুন রুমা এবং সমাজ সেবার প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান।