সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : জুলুমকারীদের কোনো ক্ষমা নেই তারা আল্লাহর দরবারে আসামি। আগামীর বাংলাদেশের সংবিধান হবে আল কুরআন। আর কুরআনের শাসন ছাড়া দেশে শান্তি-শৃংখলা, সংহতি, ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব না। শুক্রবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক মুফতি আমির হামজা এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ৫৩ বছর অনেক শাসকের শাসন আমল দেখেছি। আগামীর বাংলাদেশে কুরআনের শাসন দেখতে চাই। এ সময় মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন আহমেদ প্রমুখ। এ সময় দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।