বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যত কম সময়ের মধ্যে সম্ভব, নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর রনদা প্রসাদ সাহা ও কুমুদিনী হাসপাতাল শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাবেক এই মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারার উত্তোরণ করতে হবে। এর জন্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রের বাহক হলো নির্বাচন। নির্বাচন তো হতেই হবে। সুতরাং যত কম সময়ে সম্ভব, নির্বাচন ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। রনদা প্রসাদ সাহার নাট মন্দির পরিদর্শনের সময় তার সাথে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিয়া, সম্পাদক এস এম মহসীন, ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, ডি এ মাতিন, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ও আলম মৃধা প্রমুখ।