নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে গ্রাম কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর (,বুধবার) সন্ধ্যা ৭টায় ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাইস্কুলের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম এবং ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাটগ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটগ্রাম ইউনিয়নের সাধারন সম্পাদক হাসেম আলী। তিনি বলেন, আমরা দীর্ঘদিন হয়রানি মূলক মামলা হামলা ও শোষণ বঞ্চনার শিকার হয়েছি। যারা আমাদের ঘরছাড়া করেছিল, আমরা তাদের বিচার দেখতে চাই, ক্ষমতার অপব্যবহার কেউ করব না। আওয়ামী লীগের মতো বাহুবল দেখাবো না। সবাইকে নিয়ে শান্তি ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়তে চাই।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (মজনু), সেলিম, সজল সরকার, গোলাপ হোসেন, আলম, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রউফ, ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন, ভাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো মানিক সরকার, মো রাকিব বাবু, ইমন,সাব্বির। ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো রাকিব হোসেন, বিএনপি নেতা সোহেল, বাদশা, বারিক, রুহুল আমিন, সিদ্দিক. এনামুল, ছানাউল, ছাত্রদল নেতা শাহিন, যুবদল নেতা জাকারিয়া হোসেন প্রমুখ।