গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা: বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কণ্যা সন্তানের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে ১০ই অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বাক প্রতিবন্ধী মামুন মন্ডলের কন্যা মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৩য় শ্রেণীর ছাত্রী নেশা(১১) ও আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা মোকামতলা গোল্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যাশা(১১)বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় পথচারীরা বাচ্চা দুটির ভাসমান লাশ উদ্ধার করে। ২জন সন্তান একই সাথে মৃত্যু বরন করায় চলছে শোকের মাতোম। বাচ্চা দুটির লাশ এক নজর দেখার জন্য হাজার হাজার লোক তাদের বাড়িতে আসছে এবং পরিবারের লোকজনদের সান্তনা দিতে গিয়ে আবেগে অনেকেই কান্নায় চোখে পানি ঝড়ছে।