বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, দেশ গড়তে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তাদের দরকার সুনাগরিক হিসেবে গড়ে ওঠা। দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সকল সেক্টরে যোগ্য মেধাবীদের হাল ধরার সময় এসেছে। তিনি আজ সোমবার সকালে রোটারী ক্লাব অব বগুড়া এবং ইনার হুইল ক্লাব অব বগুড়ার যৌথ আয়োজনে রোটারী তবিবুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রধান অতিথি তার বক্তব্যে রোটারিয়ানদের সামাজিক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করে আরো বলেন, রোটারীর শিক্ষাবৃত্তি প্রদান অসহায় দরিদ্র ও মেধাবী স্কুল ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে। রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলামের সভাপতিত্বেঅনুষ্ঠিত এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, ইনার হুইল ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট শামসুন নাহার শিমু ও সেক্রেটারী ইয়াসমিন হাসান, রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পিপি রোটা. রেজাউল হাসান রানু, ক্লাব সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেজাউল হক, টিএমএসএস মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল রোটা. ডা. জাকির হোসেন প্রমুখ। বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া করোনেশন ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষক মরহুম তবিবুর রহমানের স্মৃতিতে এবং তার পুত্র রোটারিয়ান মামদুদুর রহমান শিপনের সৌজন্যে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭৬ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে দেড় হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ইভেন্ট চেয়ার পিপি রোটারিয়ান মো. মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, রোটা. মাহবুবর রহমান, রোটা. মো. রেজাউল হক বুলু, রোটা. মো. শাহীন কাদির, রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. রাশেদুর রহমান হান্নান, রোটা. রফিকুল ইসলাম রফিক, রোটা. এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, রোটা. চন্দন কুমার রায়, রোটা. মো. সানাউল হক দুলাল, রোটা. কামাল ইনেনু টিংকু, রোটা. মাসুদ করিম, রোটা. মো. আখতারুল ইসলাম আখতার, রোটা. মো. আবু রেজা আল মামুন এবং ইনার হুইল ক্লাব অব বগুড়ার পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনোয়ারা খাতুন সোহানা, ইসরাত জাহান মিতু, ট্রেজারার মনোয়ারা খানম, এডিটর নুরদিয়া জাহান লিটা, ভারপ্রাপ্ত আইএমও সম্পা ইসলাম, সদস্য শামীমা আখতার পাপিয়া, তানজিনা সেলিম জেনি, ওয়াহিদা রহমান রিতা, সৈয়দা মুনিরা বেগম, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটার্যাক্ট সোহাগ প্রমুখ।